বাংলা বিভাগে ফিরে যান

সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী? নির্দেশিকা নবান্ন ও লালবাজারের

আগস্ট 13, 2024 | < 1 min read

পুলিস কর্মীর সঙ্কট, তাই রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেয়। সরকারি নির্দেশিকায় বলা হয়, তাঁরা কেবল ‘সহযোগী’ হিসেবেই কাজ করবেন। এক মামলার প্রেক্ষিতে হাইকোর্টও একই অভিমত দিয়েছে। অথচ নবান্নের নজরে এসেছে, বেশিরভাগ জেলায় সিভিকদের দিয়ে আইন-শৃঙ্খলার ডিউটি করানো হচ্ছে। এবার মহিলা চিকিৎসক, ছাত্রী-সহ সার্বিকভাবে নারী সুরক্ষার জন্য ১৫ দফার নির্দেশিকা জারি করল লালবাজার।আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ রয়েছে নির্দেশিকায়।

সিপি-র নির্দেশ, সিভিক ভলান্টিয়ারদে বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মী পুলিশ বাহিনীতে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে, সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে হবে পুলিশকে।নবান্ন সূত্রের খবর, অনৈতিক কাজ থেকে সিভিকদের বিরত রাখার জন্য সরকারি নির্দেশিকাও তৈরি হচ্ছে। তাতে তাঁদের কাজ বা দায়িত্ব নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare