দুর্গা পুজো বিভাগে ফিরে যান

নবপত্রিকা আসলে কি

অক্টোবর 21, 2023 | < 1 min read

Image Courtesy : Ayan Ghoshal

আজ মহাসপ্তমী। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে চলছে কলাবউ স্নানের তোড়জোড়।

কি এই কলাবউ? অনেকেই মনে করেন ইনি গণেশের স্ত্রী। আসলে ইনি
মা দুর্গার প্রতীক। নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্যদেবীর পুজো।

ষষ্ঠীর সন্ধ্যেবেলা বোধনের পর সপ্তমীর সকালে ৯টি গাছের সমন্বয়ে কলাবউ এসে বসে গণেশের পাশে।

নবপত্রিকা বলতে বোঝানো হয় নটি গাছকে। এর মধ্যে কলাগাছ ছাড়াও ৮ টি গাছ থাকে। যা জড়িয়ে ফেলা হয় শ্বেত অপরাজিতার লতা ও ন গাছা হলুদ সুতোয়।

কী কী গাছ থাকে এই নবপত্রিকায় ? কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ , অশোকের ডাল, মান কচু গাছ এবং ধান গাছ। তাদের পরানো হয় লালপেড়ে শাড়ি। তারপর তাকে সিঁদুরের টিপ পরানো হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
মণ্ডপে ঢোকার আগে গোমূত্র পান, নিদান বিজেপি নেতার
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন ব্যাতাইচণ্ডীর মাথায় মা দুর্গার মুকুট পরিয়ে দেওয়াই রীতি রায়চৌধুরী বাড়ির পুজোয়
FacebookWhatsAppEmailShare