বিনোদন বিভাগে ফিরে যান

সিনেমা শুরুর আগে দেখানো এই Certificate-র অর্থ কি?

জুন 14, 2022 | < 1 min read

সিনেমা তো আমরা সবাই দেখি। কিন্তু যখনই কোনও ছবি শুরু হয়, তখন স্ক্রিনে আমরা ১০ সেকেন্ডের জন্য একটি সার্টিফিকেট দেখতে পাই। কিন্তু কি এই সার্টিফিকেট? আসুন জেনে নিই

ছবির শুটিং শেষ হওয়ার পর এই সার্টিফিকেট পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। নাহলে সেই চলচ্চিত্রটি মুক্তি পাবে না। যদি কোনও ফিল্মের সার্টিফিকেটে ‘U’ লেখা থাকে, তার মানে এটি শিশু থেকে বড় যে কেউ দেখতে পাবে।

কিন্তু যদি সার্টিফিকেটে ‘A’ লেখা থাকে, তাহলে শুধু adult রা এই ছবি দেখতে পারবে। সার্টিফিকেটে যদি ‘U/A’ লেখা থাকে, এর মানে হল ১৮ বছরের কম বয়সি শিশুরা শুধুমাত্র অভিভাবকের সঙ্গেই এই ছবিটি দেখতে পারবে না।

সার্টিফিকেটের গায়ে ‘S’ লেখা থাকলে, ফিল্মটি একটি নির্দিষ্ট শ্রেনীর দর্শক যেমন কোন ডাক্তার বা বিজ্ঞানীর জন্য তৈরি। এছাড়া, সার্টিফিকেট ছবির রিল সম্পর্কে তথ্য দেওয়া হয়। ছবিটি কত দিনের, তাও লেখা থাকে।সেন্সর বোর্ড যদি মনে করে ছবির কোনও দৃশ্য বাদ দেওয়া উচিত, সেকথাও লেখা থাকে সার্টিফিকেটের গায়ে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare