ছোট ব্যবসায়ীদের ভর্তুকি দেবে রাজ্য
ছোট ব্যবসায় উৎসাহ দিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে রাজ্য।
খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আনা এই প্রকল্পের আওতায় মাছ, মাংস, দুধ, পোলট্রি, বেকারি, মশলা, চাল-গম-তেলকল, ডাল, আনাজপাতি, ফল, মধু, মাশরুম-সহ যেকোনও খাদ্যদ্রব্য বা উদ্যানপালন সম্পর্কিত ব্যবসা থাকবে।
শিল্প গড়ার জন্য যন্ত্রপাতি কিনতে সরাসরি আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবে বাংলার সরকার। যত টাকার মেশিন, তার ৪০ শতাংশ পর্যন্ত উৎসাহ মূলক নগদ সাহায্য করবে তারা।
কারখানা চালু হওয়ার সময়ই দু’ধাপে মিলবে আর্থিক সাহায্য। রাজ্যের এই স্কিমে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।