বাংলা বিভাগে ফিরে যান

পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের

জুন 30, 2024 | < 1 min read

রাজ্যে এই মুহূর্তে ৩ হাজার ৩৪৩টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। পঞ্চায়েত সমিতির সংখ্যা ৩৩২টি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে বহু কর্মী রয়েছে যাঁরা দিনের পর দিন একই জায়গা কাজ করছেন। চালু হচ্ছে বদলি নীতি।

এবার পঞ্চায়েত দফতরে কর্মরত কোনও কর্মীই তিন বছরের বেশি একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে থাকতে পারবেন না। যাঁরা তিন বছরের বেশি সময় ধরে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন তাঁদের দ্রুত বদলি করতে হবে।

পঞ্চায়েত দফতর থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের কাছে এই নির্দেশ পৌঁছেছে। কারা তিন বছরের বেশি সময় ধরে একই জায়গায় রয়েছেন তাঁদের তালিকা তৈরি করে দ্রুত বদলির নির্দেশ কার্যকরী করার কথাও বলা হয়েছে। মানুষের ক্ষোভকে প্রশমিত করতেই এই বদলী নীতি গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যে চালু হলো স্তন ক্যান্সারের আধুনিক পরিষেবা
FacebookWhatsAppEmailShare
চোপড়া নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি, আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও
FacebookWhatsAppEmailShare
হকারদের জন্য সিদ্ধান্ত নেওয়া ১০ দফা
FacebookWhatsAppEmailShare