NEWSZNOW বাংলা

March 16, 2025, Sunday 23:20:14

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

৪ দিনের বৃষ্টি বাংলায়, বুধবার থেকে ভিজবে কলকাতাও

ফেব্রুয়ারি 18, 2025 < 1 min read

ফেব্রুয়ারি শেষ হয়নি, তাতেই উধাও হয়েছে শীত। এবার বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ছ’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ডিগ্রি বেশি। যা গত শুক্রবার এবং শনিবার তাপমাত্রা হঠাৎ কমে ১৭ ডিগ্রিতে নেমে গিয়েছিল। তার পর থেকেই আবার পারদ চড়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। বুধ এবং বৃহস্পতিবারের জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। তার পর তিন দিন তাপমাত্রা একরকমই থাকবে। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

হরিয়ানা এবং গুরুগ্রামে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নতুন করে এই পশ্চিমি ঝঞ্ঝা আসার কথা মঙ্গলবারের মধ্যে। সেই কারণেই বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু দার্জিলিং এবং কালিম্পঙে। দার্জিলিঙ জেলায় সোমবারও বৃষ্টি হতে পারে। কালিম্পঙে এই বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া আপাতত শুকনো থাকবে। সেই সঙ্গে সকালের দিকে থাকবে কুয়াশার প্রভাব।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে কলকাতা পুরসভা

FacebookWhatsAppEmailShare

সাইবার অপরাধ ঠেকাতে নতুন প্রস্তাব কলকাতা পুলিশের

FacebookWhatsAppEmailShare

এক কাঠার কম জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...