টানা চার দিন ধরে বৃষ্টির পূর্বাভাস
আজ সকাল থেকেই ছিল রড ঝলমলে আকাশ। দুপুর হতেই নামলো অন্ধকার। মেঘের চাদরে ঢাকল সূর্য। শুরু হল কয়েক পশলা বৃষ্টিও।
গত ক’দিনের অস্বস্তিকর গরম থেকে খানিকটা স্বস্তি মিললেও যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দু’একটি এলাকায়ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।