বাংলা বিভাগে ফিরে যান

রাজ্য পুলিশের ‘বিশেষ’ বাহিনী নামাচ্ছে নির্বাচন কমিশন

জুন 21, 2023 | < 1 min read

WB Police to recruit 8419 Constable posts
Image – Times Now

বাংলায় পঞ্চায়েত নির্বাচন করতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই, এমনই রায় দিয়েছে শীর্ষ আদালত। এরপরই রাজ্য নির্বাচন কমিশন প্রতি জেলার জন্য এক কোম্পানি করে বাহিনী চেয়েছে কেন্দ্রের কাছে। ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা থাকে ৮০ থেকে ১০০ জন।

সূত্রের খবর, একজন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকতে পারে ২৮ টি বুথ ! আর রাজ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে মোট ৬১ হাজার বুথে।

কিন্তু সেই বাহিনী আসার আগেই রাজ্য পুলিশের বিশেষ বাহিনী নামাচ্ছে কমিশন। ছয় কোম্পানি বিশেষ প্রশিক্ষিত বাহিনী (স্পেশালাইজ়ড ফোর্স)-র কথা বলা হলেও তাতে কোন স্তরের পুলিশকর্মী রয়েছেন তার কোন উল্লেখ নেই। রাজ্য পুলিশের নির্দেশ অনুযায়ী, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে যেসব এলাকাগুলোকে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে, সেখানে এখনই ছয় কোম্পানি বিশেষ বাহিনী পাঠাতে হবে।

নবান্ন সূত্রে খবর, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশকর্মীদের নিয়েই এই বিশেষ সশস্ত্র বাহিনী যাবে তিনটি প্রশাসনিক জেলা কোচবিহার, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া মুর্শিদাবাদ, বারুইপুর এবং ইসলামপুর এই ৩ পুলিশ জেলায়ও যাবে এই বিশেষ বাহিনী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সঙ্কটে মুকুল রায়
FacebookWhatsAppEmailShare
চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare