বাংলা বিভাগে ফিরে যান

‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির

অক্টোবর 1, 2024 | < 1 min read

আর কোনও যুক্তিই শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওপিডি এবং আইপিডি-তে কাজ যোগ দিতেই হবে জুনিয়র ডাক্তারদের, সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আরজি কাণ্ডে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন ইন্দিরা জয়সিংহ। এদিন শুনানিতে তাঁর কাছে প্রধান ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান, ‘ডাক্তাররা কি কাজে যোগ দিয়েছেন?’ জবাবে ইন্দিরা বলেন, ‘হ্যাঁ জুনিয়র ডাক্তাররা সবাই ইমার্জেন্সি সার্ভিসে যোগ দিয়েছেন’। প্রধান বিচারপতি পাল্টা মন্তব্য. ‘আপনি আমার কথার উত্তর দিন। আমার কথা পরিষ্কার।

ডাক্তাররা কি ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিয়েছেন’? জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, ‘হ্যাঁ, সবই তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে’। এই জবাবে সন্তুষ্ট হননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ফের বলেন, ‘আমি ওপি়ডি ও আইপিডি সার্ভিসের কথা বলছি’। এরপরই সাফ জানিয়ে দেন, ‘ডাক্তারদের ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে’। সুপ্রিম কোর্টেও এদিন সিসিটিভি এবং শৌচালয়-সহ হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। চূড়ান্ত ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। এদিকে, সাগর দত্ত মেডিক্যালে হামলার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে রাজ্যের ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare
পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare