শনিবার গণ কনভেনশনের ডাক জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের
আগামী ৯ তারিখ আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাস পূর্ণ হচ্ছে৷ ওইদিন বিশেষ কর্মসূচির ঘোষণা করল সদ্য গঠিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। ৯ নভেম্বর স্টার থিয়েটারে গণ কনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আগামী ৯ নভেম্বর দুপুর ৩টেয় গণকনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। স্টার থিয়েটারে হতে চলেছে এই কর্মসূচি।
বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সংগঠন জানিয়েছে, মূল বিষয় থেকে নজর সরিয়ে দেওয়া হয়েছে। বিচার চাওয়ার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা স্বাভাবিক করার প্রক্রিয়াও শুরু করতে হবে। ডাক্তারের সঙ্গে রোগীদের সুসম্পর্ক আবারও ফিরিয়ে আনতে হবে। গণকনভেনশনের মূল উদ্দেশ্য নিয়ে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের বক্তব্য, এই কর্মসূচি আদতে একটা সুযোগ স্বাস্থ্য ব্যবস্থা কী করে আরও ভাল করা যায় তার রূপরেখা তৈরি করা। পাশাপাশি এটাও মনে রাখতে হবে রোগী পরিষেবায় যাতে কোনও সময়ে ব্যাঘাত না ঘটে। একই সঙ্গে তাঁরা এও জানিয়েছে, আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদ ততদিন বজায় থাকবে যতদিন না পর্যন্ত বিচার মিলছে।