শিল্পক্ষেত্রের সমাধানে উদ্যোগী রাজ্য
জানুয়ারি 4, 2025 < 1 min read
রাজ্যে শিল্পের সমাধানে শিবিরে এক মাসে প্রায় ৬ লক্ষ আবেদন হয়েছে। সেই আবেদন খতিয়ে দেখে ৩০ জানুয়ারির মধ্যে সমাধান করা হবে বলে জানিয়ে দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শুক্রবার ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের নিয়ে হুগলির চুঁচুড়া রবীন্দ্রভবনে সিনার্জি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বেচারাম মান্না, দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে, জেলাশাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধাড়া প্রমুখ। হুগলি ‘সিনার্জি’ থেকে মিলল ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একদিনের এই সম্মেলনে প্রায় ৫০০ উদ্যোগপতি উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি, সামান্য কিছু আইনি খুঁটিনাটি মিটে গেলে বিনিয়োগের পরিমাণ সাড়ে চার হাজার কোটি ছাড়াতে পারে বলে মনে করছে প্রশাসন। তাতে জেলাজুড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যা জেলার সার্বিক অর্থনীতির নিরিখে একটি বেনজির পদক্ষেপ। জেলা প্রশাসন এদিন দাবি করেছে, ইতিমধ্যেই জেলায় প্রায় ৮০ হাজার ক্ষুদ্রশিল্প প্রকল্প গড়ে উঠেছে। প্রশ্নোত্তর পর্বে শিল্পোদ্যোগীদের অভাব-অভিযোগের কথা শোনেন মন্ত্রী। কেউ পোশাক তৈরি করেন, কেউ ক্লাস্টারে কাজ পাচ্ছেন না। সিঙ্গুরে জুয়েলারি হাব তৈরির আবেদন জানান অনেক শিল্পোদ্যোগী। প্রধান সচিব জানান, সব বিষয়ই গুরুত্ব সহকারে দেখা হবে। জেলাশাসকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা সমাধান করবেন।
5 days ago
5 days ago
5 days ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -5 days ago
6 days ago