ওয়েভার স্কিমে রাজ্যের আয় ১০০ কোটি
১লা জানুয়ারি থেকে গাড়ির বকেয়া কর মেটাতে ওয়েভার স্কিম চালু করেছিল বাংলার পরিবহণ দপ্তর। এই প্রকল্পে সাড়া দিয়েছেন সাধারণ মানুষ। নিজেদের বকেয়া মোটর ট্যাক্স জমা দিয়ে রাজকোষে মাত্র ১০ দিনে জমা করেছেন ১০০ কোটি টাকা।
পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সকল গাড়ির মালিকের কাছে আবেদন করেছেন যেন এই প্রকল্পের সত্বর সুবিধা নেওয়া হয় এবং ট্যাক্সের টাকা জমা দেওয়া হয়। তিনি জানিয়েছেন যে গাড়ির কাগজ বৈধ করতে এবং স্বল্প খরচে করের বোঝা থেকে মুক্তি পেতে বাংলার সরকার সবরকম সাহায্য করতে প্রস্তুত।