বাংলা বিভাগে ফিরে যান

রোগী ভর্তির সমস্যা মেটাতে কলকাতার ৭ জায়গায় সাহায্যের ‘বুথ’ খুলছে রাজ্য

সেপ্টেম্বর 16, 2024 | < 1 min read

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার পর পাঁচ দফা দাবি নিয়ে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। গত ছ’দিন ধরে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসে আছেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বার বার ভেস্তে গিয়েছে। ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। কিন্তু এখনও অচলাবস্থা কাটেনি। এই আবহেই এবার রোগী ভর্তির সমস্যা মেটাতে বুথ খুলছে রাজ্য। শহর কলকাতার ৭টি জায়গায় এই বুথ খোলা হয়েছে। আরজি কর কাণ্ডের আবহে এই উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। কোথায় কোথায় এই বুথ থাকবে সেটাও ইতিমধ্যেই জানিয়েছে স্বাস্থ্য দফতর।

সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে কোনা এক্সপ্রেসওয়ে, তারাতলা মোড়ে, নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে, গড়িয়া, কামালগাজি মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে, রাজারহাটে মঙ্গলদীপ আন্ডারপাসের কাছে এবং জোকা ট্রাম ডিপোতে এই বুথ খোলা হয়েছে।স্বাস্থ্য দফতর জানিয়েছে, কিছু চিকিৎসকদের আন্দোলনের কারণে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এমতাবস্থায় সরকারি হাসপাতালে রোগী ভর্তিতে সহায়তা করতে এবং দ্রুত রোগী ভর্তি নিশ্চিত করার জন্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মে আই হেল্প ইউ’ বুথগুলি থেকে অ্যাম্বুলেন্স পরিষেবাও মিলবে।প্রসঙ্গত, ডাক্তারদের কর্মবিরতির কারণে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে, এমনই দাবি করেছিল রাজ্য। তাঁদের প্রত্যেকের পরিবারকে দু’লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। যদিও চিকিৎসকরা বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কোচবিহারে নররক্তেই পুজো হয় বড়দেবীর
FacebookWhatsAppEmailShare
উৎসবের আবহে ফের করোনা-আতঙ্ক
FacebookWhatsAppEmailShare
বন্যা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
FacebookWhatsAppEmailShare