বাংলা বিভাগে ফিরে যান

প্রতিহিংসা রাজনীতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিধানসভায়

আগস্ট 2, 2023 | < 1 min read

রাজনৈতিক কারণে একশো দিনের কাজ, আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত বাংলা। শুধু কেন্দ্রীয় প্রকল্পই নয়, আম্ফান-ইয়াসের ক্ষতিপূরণ, পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন খাতে বরাদ্দ, জিএসটি বাবদ ক্ষতিপূরণেও বাংলাকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। এই বঞ্চনা নিয়ে বিধানসভায় পরিসংখ্যান পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্র যাই যুক্তি দিক না কেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলাকে ভাতে মারার এই কৌশল নিয়েছে বিজেপি। কেন্দ্রের এই বঞ্চনার নিন্দা করে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়। শাসক ও বিরোধী দলের একাধিক বিধায়ক সেই প্রস্তাবের আলোচনায় অংশ নেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, কেন্দ্রের বরাদ্দ টাকা রাজ্য ঠিকমতো খরচ করতে পারছে না। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের দেওয়া টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে। তাই টাকা আটকে দিয়েছে কেন্দ্র। জবাবে বাংলার অর্থমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে জানান, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া এপর্যন্ত ৪৮ হাজার ২৯০ কোটি টাকা। এছাড়া পিছিয়ে পড়া এলাকা উন্নয়ন তহবিলে ২০১৪ সাল থেকে বকেয়া রয়েছে ২৩৩০ কোটি টাকা। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে বকেয়া ৫২৪ কোটি ৪৩ লক্ষ টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান এখনও অনুমোদন না করে ফেলে রেখেছে কেন্দ্র, সেখানে রাজ্যকে কেন্দ্রের দেওয়ার কথা ৭৪৩ কোটি টাকা। এছাড়া ইয়াস, আম্ফানের ক্ষতিপূরণ বাবদ প্রায় আট হাজার কোটি টাকা এখনও রাজ্যকে দেয়নি কেন্দ্র।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

তিলোত্তমার ময়নাতদন্তে ত্রুটি নেই, জানালো এইমস
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তাররা দিল্লি গিয়ে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন! ক্ষোভ সিবিআই-এর প্রতি
FacebookWhatsAppEmailShare
গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সুকান্ত-শুভেন্দুকে সতর্ক করলেন অমিত শাহ
FacebookWhatsAppEmailShare