ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য
ডিসেম্বর 19, 2024 < 1 min read
ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার। প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ৫ সদস্যের এই কমিশন আগামী বছরের ১ এপ্রিল থেকে কাজ শুরু করবে। কমিশনের মেয়াদ পাঁচ বছর। এর কাজের মাধ্যমে রাজ্য সরকার পঞ্চায়েত এবং পুরসভাগুলির মধ্যে আর্থিক সঙ্গতি এবং স্বাবলম্বিতা অর্জন করার জন্য একটি সুসংগঠিত রোডম্যাপ তৈরি করতে চায়। এটি শুধুমাত্র রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে নয়, বরং স্থানীয় প্রশাসনকে আরো শক্তিশালী, দক্ষ এবং স্বচ্ছভাবে পরিচালনা করার লক্ষ্যে গঠন করা হয়েছে।
বর্তমান সময়ে, অনেক পঞ্চায়েত এবং পুরসভা রাজ্য সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যার ফলে তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা এবং স্বতন্ত্রতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অর্থ কমিশন এই ব্যবস্থাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখবে এবং পঞ্চায়েত, পুরসভাগুলির রাজস্ব সংগ্রহ এবং ব্যয় ব্যবস্থার পরিবর্তন আনতে সুপারিশ করবে। প্রাক্তন মুখ্যসচিব ও অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও কমিশনে রয়েছেন প্রাক্তন আমলা বর্ণালী বিশ্বাস, আশিসকুমার চক্রবর্তী। এরা পঞ্চম অর্থ কমিশনেও ছিলেন। কমিশনের আরেক সদস্য হলেন রুমা মুখোপাধ্যায়। তিনিও ছিলেন পঞ্চম অর্থ কমিশনের সদস্য।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -3 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -3 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...3 days ago