আবহাওয়া বিভাগে ফিরে যান

কবে হবে বৃষ্টি জানাল আলিপুর আবহাওয়া দফতর

জুন 20, 2024 | < 1 min read

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শীঘ্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ আগামী দুই তিন দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।

এই বৃষ্টি পুরোটাই প্রাক বর্ষার বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বার্ণপুর এবং আসানসোলে ভারী বৃষ্টি হয়েছে । ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মত পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে । কলকাতায় বুধবার ছিল মেঘলা আকাশ । আজও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস মিলেছে । বুধবার বিকেলের দিকে দমকা ঝোড়ো হাওয়ায় বৃষ্টি পরিস্থিতি তৈরি হলেও তা হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। সেই তালিকায় কলকাতাও বাদ পড়বে না । বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাস বইতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিম্নচাপের পরে ফের ভারী বৃষ্টি? সতর্কতা বাংলার জেলায়
FacebookWhatsAppEmailShare
নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে একাধিক জেলায়
FacebookWhatsAppEmailShare
সপ্তাহান্তে নিম্নচাপের ভ্রুকুটি
FacebookWhatsAppEmailShare