আবহাওয়া বিভাগে ফিরে যান

ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, নিম্নচাপ তৈরির সম্ভবনা

আগস্ট 17, 2022 | < 1 min read

শনিবার থেকে টানা ৩ দিন বৃষ্টির পর, গতকাল সহ আজও কড়া রোদে তপ্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। সকাল সকাল কড়া রোদে চামড়া পুড়ে যাওয়ার জোগার।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, শীঘ্রই আকাশের এই রূপ বদলাতে চলেছে বলে পূর্বাভাস দিল। ১৯ অগস্ট ফের উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। তার জেরে আগামিকাল থেকে ২০ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে পরশু। হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সেদিন মাঝারি বৃষ্টি হতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ঘনীভূত হবে ঘূর্ণাবর্ত, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ!
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare