ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর দাপটে বাতিল বহু ট্রেন, বন্ধ বিমান চলাচলও
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ ছিল সাত কিলোমিটার। আছড়ে পড়ার সময় গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে রবিবার রাতে আছড়ে পড়তে চলেছে রেমাল।
ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদেও। বড় বিপদ এড়াতে সতর্ক রেল।
শনিবার রাত থেকে হাওড়া ও শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল পূর্ব রেল। টানা ২১ ঘণ্টা দমদম বিমানবন্দরে ওঠানামা করবে না বিমান। ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর দাপট এড়াতে বড়সড় সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।