NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

ডক্টরস ফ্রন্ট এখন আর নেই, ওটা বাম-ফ্রন্ট হয়ে গেছে! দাবি করলো ডক্টরস অ্যাসোসিয়েশন

ডিসেম্বর 7, 2024 < 1 min read

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর সকলেই বাম এবং অতিবামপন্থী। হোয়াটসঅ্যাপ কথপোকথনের স্ক্রিনশট সামনে এনে এমনটাই দাবি করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। রাজ্যে হয়ে যাওয়া ছয় বিধানসভা আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট তারা প্রকাশ্যে এনেছে। আর তা উল্লেখ করেই তারা জানাচ্ছে, ফ্রন্টের সকল সদস্যই বামপন্থী এবং অতিবামপন্থী। এর পাশাপাশি সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের পদক্ষেপেও সন্তুষ্ট তারা।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসক শিরিষ চক্রবর্তী বলেন, “ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রতি আমাদের সম্পূর্ণ ভরসা আছে। তারা যা সিদ্ধান্ত নেবে তা সঠিক হবে।” তারা এদিন একটি whatsapp-এর চ্যাট প্রকাশ্যে আনে। সেখানে দেখা যাচ্ছে লেখা হয়েছে, ‘উপনির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় তাহলে আমাদের আন্দোলনকে ছোট করে দেখা হবে। তাই যেখানে শাসক শিবিরের জোর বেশি সে সব জায়গায় তাদের দুর্নীতি নিয়ে বেশি করে প্রচার করা জরুরি।’

বিগত দু-আড়াই মাস ধরে আরজি করের নির্যাতিতার বাবা-মাকেও ডক্টরস ফ্রন্টের নেতারা বিভ্রান্ত করে রেখেছে বলে দাবি করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য, ৯ আগস্টের ঘটনা নিয়ে যে যে দাবি ফ্রন্টের তরফে করা হয়েছে তার অনেক কিছুই সিবিআই চার্জশিটে নেই। তাঁরা আদতে মিথ্যাচার করে রাজনৈতিক জমি দখলের চেষ্টা করেছে বলেই অভিযোগ করা হচ্ছে। জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসক সৌরভ দাস বলেন, “ফ্রন্টের সদস্যরা মেনে নিয়েছেন, ওদের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।

কিন্তু, ওরা যদি কোনও দলীয় পতাকা ব্যবহার করে, তাহলে বহু মানুষে সেটা প্রত্যাখ্যান করবে। কিন্তু, এই বাম, অতিবাম এবং নকশালপন্থীরা এর পরেও উপনির্বাচনে যেতে চেয়েছিল। ওদের যে মিছিলগুলি ডাকা হয়, সেখানেও শুধুমাত্র বাম, অতিবাম এবং নকশালপন্থী মানুষেরাই ভিড় জমায়। আমরা সম্পূর্ণভাবে এর ধিক্কার জানাই।”

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

তৃতীয় সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি ‘বহুরূপী’!

FacebookWhatsAppEmailShare

স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আরও ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

FacebookWhatsAppEmailShare

আম্বেদকর ইস্যুতে পথে নামার ডাক মমতা বন্দোপাধ্যায়ের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...