‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা পাবেন আরও ১৬ লক্ষ মানুষ, জানিয়ে দিলেন মমতা
ডিসেম্বর 18, 2024 < 1 min read
কেন্দ্র ৬৯টা টিম পাঠিয়েছে, যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। তারপরেও টাকা দেয়নি কেন্দ্র। মঙ্গলবার ফের আবাস যোজনা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বাংলার বাড়ি প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার অনুষ্ঠান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি৷একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কথা দিলে কথা রাখেন তিনি। কেন্দ্র টাকা না-দেওয়ার ফলে তিনি কথা দিয়েছিলেন ১২ লক্ষ মানুষকে আবাসের টাকা দেবেন । সেই প্রতিশ্রুতি পূরণ করা হল৷ এদিন নবান্ন সভাঘর থেকে ২১টি জেলার ৪২ জন উপভোক্তার হাতে আবাস প্রকল্পের অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ।
তিনি জানান, ৪০ লক্ষ উপভোক্তার নাম এই বাড়ি প্রাপকদের তালিকায় ছিল। আপাতত ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হলেও বাকি থাকা ১৬ লক্ষ উপভোক্তাকেও আগামিদিনে বাড়ি করার জন্য ধাপে ধাপে অর্থ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হওয়ার পরেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করছে নবান্ন। পঞ্চায়েত দফতর সূত্রে খবর, বাংলার বাড়ি প্রকল্পে উদ্যোক্তাদের অর্থ দিতে জেলাগুলিকে মোট ৬,৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী কয়েক দিন পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানিয়েছে নবান্নের একটি সূত্র। প্রত্যেক উপভোক্তাকে একটি করে শংসাপত্রও দেওয়া হয়েছে।
6 days ago
6 days ago
6 days ago
7 days ago
7 days ago
অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই সিদ্ধান্ত জানালেন তারকা স্পিনার
বিস্তারিত:
#RavichandranAshwin #GabbaTest #AshwinRetires #ENDOFANERA #Sports #AshAnna #AUSvsIND #IndianCricket #NewszNow
এক দেশ, এক নির্বাচনের জেপিসিতে তৃণমূলের কল্যাণ, সাকেত
বিস্তারিত:
#ONOE #JPC #OneNationOneElection #ElectoralReform #BJP #TMC #Parliament #NewszNow