সংসদের শীতকালীন অধিবেশনেই পেশ ওয়াকফ সংশোধনী বিল
নভেম্বর 21, 2024 2 min read
সংসদের শীতকালীন অধিবেশনে এবার ওয়াকফ বিল পাশ করাতে চাইছে মোদী সরকার। আগামী ৮ ডিসেম্বর লোকসভা পেশ করা হবে বিলটি। সঙ্গে যৌথ সংসদীয় কমিটির রিপোর্টও। চলতি বছরের অগাস্টে সংসদের ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। কিন্তু বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলে তৃণমূল-সহ বিরোধীরা। শেষপর্যন্ত বিলটি পাঠিয়ে দেওয়া হয় সংসদের যৌথ সংসদীয় কমিটিতে। কমিটির বৈঠক পর্ব শেষের আগেই ওয়াকফ বিলকে তালিকায় রাখা তাৎপর্যপূর্ণ।মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দু’দিন পর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধীদের এজেন্ডা জানতেই অধিবেশন শুরুর ঠিক ২৪ ঘণ্টার আগে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। সাধারণত সরকার অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক ডাকেন যাতে বিরোধী দলগুলিকে সরকারের আইন প্রণয়ন অ্যাজেন্ডা সম্পর্কে অবহিত করা যায়। তাছাড়া রাজনৈতিক দলগুলি সংসদে যে বিষয়গুলিতে বিতর্ক করতে চায় সেগুলি নিয়ে আলোচনাও হয়।এদিকে জল্পনা থাকলেও সংসদের অধিবেশনের বিলের তালিকায় এক দেশ, এক নির্বাচন, এই সংক্রান্ত কোনও বিল নেই।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। তার পর থেকেই ওই দিনটি ‘সংহতি দিবস’ হিসেবে পালন করা শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে ক্ষমতায় আসার পরেও দলীয় স্তরে প্রতি বছর ৬ ডিসেম্বর ওই কর্মসূচি পালন করা হয় তাঁর নির্দেশে।এবার এই দিনটিতে স্থগিত থাকবে বিধানসভার শীতকালীন অধিবেশন।২৫ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন বসছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। শনি ও রবিবার অধিবেশন বসে না। এবার ৬ ডিসেম্বরও স্থগিত থাকবে অধিবেশন। অধিবেশন বন্ধ রাখার বিষয়টি কার্যবিবরণী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। তার পরে স্পিকার ওই দিনটিতে অধিবেশন বন্ধ রাখার কথা ঘোষণা করবেন।প্রতি বছর তৃণমূলের সংখ্যালঘু সেল ধর্মতলায় এক সভার আয়োজন করে। একটা সময় ওই সভায় বক্তৃতা করতে যেতেন মমতা। গত কয়েক বছর ধরে সেই কর্মসূচি পালন করা হচ্ছে শহিদ মিনার ময়দানে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...