হস্তক্ষেপ করা হচ্ছে, আরজি করের নির্যাতিতার পরিবারের পক্ষে আর লড়বেন না বৃন্দা গ্রোভার
ডিসেম্বর 12, 2024 < 1 min read
আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসক “তিলোত্তমা”কে। অতঃপর তাঁর পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে প্রতিনিধিত্ব করছিলেন প্রবীণ আইনজীবী বৃন্দা গ্রোভার। এবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিলোত্তমার পরিবারের হয়ে আর লড়বেন না তিনি। এর পেছনে কি কারণ রয়েছে, তাও স্পষ্ট করেছে তাঁর অফিস।
অপ্রত্যাশিত পরিস্থিতি এবং অযাচিত হস্তক্ষেপের কারণেই এই দায়িত্ব ছাড়ছেন আইনজীবী বৃন্দা। এই কেস তিনি বিনা পারিশ্রমিকে, প্রো বোনো, লড়ছিলেন।
বৃন্দা গ্রোভারের টিমে ছিলেন আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় ও অর্জুন গুপ্ত। সুপ্রিম কোর্ট ছাড়াও হাইকোর্ট এবং শিয়ালদহ কোর্টে এই আইনজীবীদের দল প্রতিনিধিত্ব করেছে নির্যাতিতার পরিবারের।
বিবৃতি দিয়ে গ্রোভারের দপ্তর জানিয়েছে যে, ‘‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।’’
বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনই শিয়ালদহ আদালতে নিজে এসেছিলেন বৃন্দা গ্রোভার। তাঁর সরে যাওয়া সমগ্র বিচারপ্রক্রিয়ার জন্য বিরাট বড় ধাক্কা বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন প্রশ্ন উঠছে, ঠিক কাদের অযাচিত হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন গ্রোভার?
4 days ago
4 days ago
4 days ago
4 days ago
4 days ago