দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা
নভেম্বর 14, 2024 < 1 min read
২০১৯ সালের পর এবার বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্টই পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজন করবেন।গত বছর বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট পৌষ মেলা আয়োজনের দায়িত্ব রাজ্য প্রশাসনের হাতে তুলে দিয়েছিল। তা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। তবে, এবার এই মেলা বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট নিজেদের উদ্যোগেই আয়োজন করবে বলে নিশ্চিত করা হয়েছে। এবার, ট্রাস্ট ডিড অনুযায়ী, মূল আয়োজক থাকবে শান্তিনিকেতন ট্রাস্ট, এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতার ভূমিকা পালন করবে। মেলা আয়োজনের জন্য আগের মতোই জল, বিদ্যুৎ, নিকাশি, এবং নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে। এই বিষয়ে শিগগিরই একটি চিঠি পাঠানো হবে।
২০১৯ সালে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর আয়োজনে পূর্বপল্লির মাঠে শেষ বার হয়েছিল পৌষমেলা। ২০২০ সালে করোনা অতিমারি ও ২০২১, ২০২২-এ নানা কারণ দেখিয়ে মেলা করেনি বিশ্বভারতী। তার পরিবর্তে দু’বারই বোলপুর ডাকবাংলো ও স্টেডিয়াম মাঠ জুড়ে হয়েছিল বিকল্প পৌষমেলা।শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেছেন, “চার বছর পর বিশ্বভারতী আবারও শান্তিনিকেতন ট্রাস্টকে নিয়ে মেলা করায় আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যই চলে আসছে। আমরা চাই সে ধারা বজায় থাকুক।” বিশ্বভারতীর এমন সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরাও। বোলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংহ, কবিগুরু হস্তশিল্প সমিতির সম্পাদক আমিনুল হুদারা জানান, পূর্বপল্লির মেলার মাঠে আবারও পৌষমেলার আয়োজন হওয়ায় আমরা খুশি।এবার ফিরছে মেলা, তাতে খুশির হাওয়া স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যেও।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -3 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -3 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...3 days ago