বাংলা বিভাগে ফিরে যান

ভাইরাল সাংসদ মহুয়া মৈত্রের ছবি

অক্টোবর 16, 2023 | < 1 min read

মহুয়া মৈত্র, বর্তমানে তৃণমূল সাংসদ, যিনি সংসদে ঠোঁটকাটা ভাষণ রাখেন। এককথায় তাকে বাংলার রাজনীতিকদের ফ্যাশন আইকনও বলা চলে।

সম্প্রতি তাঁর কিছু ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ছবিতে তাঁকে হাতে সিগারেট নিয়ে দেখা গেছে। কিন্তু ছবিটির সত্যতা যাচাই করতে গিয়ে আমরা দেখলাম সেটি আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই এর সঙ্গে তোলা একটি ছবি। ৩৫ বছর বয়সি এই যুবক Criminal Lawyer, কিছুদিন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন।ছবিটিকে ক্রপ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

কাকতালীয়ভাবে ইনিই সেই আইনজীবী যার অভিযোগের ভিত্তিতে লোকসভার স্পিকারের কাছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন।

তাহলে ওই আইনজীবীই কি এই ছবিগুলো লিক করিয়েছেন? আর কেনই বা নিজের ছবি ক্রপ করে দিয়েছেন? সাংসদের ওপরে কি ওনার কোন ক্ষোভ আছে? নাকি উনি কোন ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে চেয়েছিলেন? এইসব প্রশ্নের উত্তর পেতে আমরা ওই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোন সদুত্তর মেলেনি।

অতএব পুরো বিষয়টাই উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করা হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare