দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভার একাধিক কমিটিতে ধনকড়ের আধিকারিক

মার্চ 9, 2023 | < 1 min read

সংবিধান, দেশের ইতিহাস, ঐতিহ্য, মান-মরিয়াদা যে কিছুই মেনে চলে না গেরুয়া শিবির তার প্রমাণ পাওয়া গেলো আরও একবার।
এবার কমিটির কাজেও নজরদারি বিজেপির।

সদ্যপ্রকাশিত একটি তালিকায় দেখা যাচ্ছে, রাজ্যসভার নানা কমিটিতে নিজের সহকারীদের মধ্যে অন্তত ৮ জনকে জায়গা করে দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।এরা মূলতঃ কমিটির কার্যকলাপে সাহায্য করবেন যা কাজ সাধারণত গোপনীয়ভাবেই হয়ে থাকে।
এছাড়া রাজ্যসভার যে কোনও কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারবেন এই নব নিযুক্ত সদস্যরা।

তবে, রাজ্যসভার ঐতিহাসে এহেন ঘটনা আগে কখনও ঘটেনি, বলেই দাবি করছেন বিরোধীরা। কমিটির কাজে নজরদারি চালাতেই কি তাহলে এই সিদ্ধান্ত? এটি বর্তমান ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare