মমতাকে ইন্ডিয়া জোটের নেত্রী করতে জোরালো সওয়াল মণিশংকর আইয়ারের
ডিসেম্বর 24, 2024 < 1 min read
মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডিয়া জোটের ‘মুখ’ হিসাবে দেখছেন মণিশংকর আইয়ার! জল্পনা উসকে এক সাক্ষাৎকারে বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, কংগ্রেসকে জোটের নেতৃত্ব ছাড়ার জন্য তৈরি থাকতে হবে। যে বা যাঁরা হাল ধরতে চাইছেন, আপাতত তাঁদের হাতে নেতৃত্বের রাশ ছেড়ে দেওয়া হোক। এই জোটের মুখ হওয়ার যোগ্যতা অনেকেরই রয়েছে। যাঁদের মধ্যে অন্যতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই, তাঁর এমন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশংকর মনে করেন যে, রাহুল গান্ধী নেতৃত্ব ছেড়ে দিলে জোটের অন্দরে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন ও বেশি সম্মান পাবেন।
এনডিএ বিরোধী ইন্ডিয়া জোটে কংগ্রেসের ‘দাদাগিরি’ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্য়ানার্জি। প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন তিনি। পরে অন্যান্য শরিক নেতাদের মুখেও ক্ষোভ শোনা গিয়েছে। মহারাষ্ট্র নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, তিনি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে প্রস্তুত। তিনি জানান, বাংলার বাইরে তিনি যেতে চান না তবে জোটের স্বার্থে তিনি বাংলা থেকেই ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দিতে প্রস্তুত। বর্ষীয়ান রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব এবং শরদ পাওয়ারও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরালো সওয়াল করেন। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ বলেন, ‘কংগ্রেসের আপত্তিতে কিছু যায় আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসা উচিত।’ শরদ পাওয়ার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের যোগ্য এবং প্রথমসারির নেত্রী। ওঁর যোগ্যতা রয়েছে। তাঁর দলের যে নেতারা সংসদে নির্বাচিত হয়েছেন, সকলেই যোগ্য, দায়িত্ববান এবং কর্তব্য সম্পর্কে সচেতন।’
6 days ago
7 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -1 week ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -1 week ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...1 week ago