NEWSZNOW বাংলা

March 17, 2025, Monday 23:43:11

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

ভান্তারা: আম্বানির চিড়িয়াখানায় পাচার হওয়া জন্তুর ভিড়?

মার্চ 15, 2025 < 1 min read

অনন্ত আম্বানির বিয়ের আগে তিনি নিজের চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যান এক সাংবাদিককে। ঘুরিয়ে দেখান হাতিদের খানশালা, পানশালা – এমনকি স্নানশালা। বাটি করে হাতির জন্য তৈরি হওয়া খিচুড়ি খাওয়ানো হয় সাংবাদিককে, এবং সমাজমাধ্যমে এমনভাবে প্রচার করা হয় যেন অনন্ত আম্বানি পশুপতি, পশুপালকশ্রেষ্ঠ এবং ঈশ্বরের সবচেয়ে নিকটস্থ পুঁজিপতি, কারণ দিনের শেষে “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।”

কিন্তু এই চিড়িয়াখানা বা অভয়ারণ্যে থাকা জন্তুদের উৎস সম্মন্ধে জানতে চাওয়া হলে পরিষ্কার কোনো উত্তর পাওয়া যায়নি। গুজরাটের জামনগরের কাছে অবস্থিত এই ১২০০ একরের অরণ্যের জন্তুরা নাকি সার্কাস থেকে বা দুর্ঘটনা থেকে উদ্ধার করা, এমনটাই দাবি কর্তৃপক্ষের।

কিন্তু এই তথ্য কি adou সত্য? সত্যিই কি আম্বানি পরিবার এই জন্তুদের উদ্ধার করেছে? পরিবেশবিদদের কথায়, এই আচমকা এত হাতি এবং অন্য জন্তুদের “ভান্তারা” নামক এই অরণ্যে আগমণ পশু পাচারের বাজারের দিকে ইঙ্গিত করে, এবং প্রশ্ন জাগায় যে এই জন্তুদের বেআইনিভাবে জোগাড় করা হয়েছে ছোট আম্বানির প্রমোদের উদ্দেশ্যে।

এই চিড়িয়াখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যে সরকারের আমলে ২০১১ সালের ৪৭টি বিলুপ্তপ্রায় জন্তুর প্রজাতির সংখ্যা বেড়ে এখন ৭৩-এ এসে দাঁড়িয়েছে, তাদের আবার অভয়ারণ্য উদ্বোধন করার নৈতিক অধিকার রয়েছে কি?

একের পর এক জঙ্গলে মরে চলেছে হাজার হাজার হাতি। চিতাবাঘ বাঁচাতে গিয়ে মধ্যপ্রদেশের একের পর এক বাঘ মারা গেছে বিজেপি সরকারের উদাসীনতায়। বেড়েই চলেছে মানুষের সঙ্গে জন্তুদের সংঘাত। চুপ কেন্দ্রীয় বন দপ্তর। তার মধ্যে বেসরকারি চিড়িয়াখানা বানিয়ে সন্দেহজনকভাবে জন্তুদের আনা। সব চিড়িয়াখানা নিয়ে তদন্ত এবং হিসাব রাখা আশু প্রয়োজনীয়।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

ট্রেনের তলায় কাটা পড়ছে বাংলা: বরাদ্দ কমাচ্ছে কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

আইপিএলকে টক্কর দিতে আসরে সৌদি আরব

FacebookWhatsAppEmailShare

আইপিএলের উদ্বোধনে শ্রদ্ধা কাপুর,অরিজিৎ সিং ও বরুণ ধাওয়ানের নাম নিয়ে চর্চা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...