বাংলা বিভাগে ফিরে যান

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাতিল বহু ট্রেন

জুন 17, 2024 | 2 min read

সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির টক্করের জেরে বাতিল হয়ে গেছে একাধিক ট্রেন।

সোমবারের জন্য শিলিগুড়ি-রাধিকাপুর ডেমু, রাধিকাপুর-শিলিগুড়ি আইসি, মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন স্পেশ্যাল ট্রেন বাতিল হয়েছে। মঙ্গলবারের জন্য বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন স্পেশ্যাল, মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল ট্রেন।

১৯টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। যাত্রী দুর্ভোগ ঠেকাতে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে সোমবার বিকেল থেকে বাস ছাড়া হবে কলকাতার উদ্দেশ্যে।

কোন কোন ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে:

১) ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস: ইতিমধ্যে গুয়াহাটি থেকে ছেড়ে দিয়েছে। সেটির যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে।

২) ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (১৭ জুন)।

৩) ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (১৭ জুন)।

৪) ১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৭ জুন)।

৫) ১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস (১৭ জুন)।

৬) ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস (১৬ জুন)।

৭) ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস (১৬ জুন)।

৮) ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি স্পেশাল ট্রেন (১৬ জুন)।

৯) ১২৩৭৭ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (১৬ জুন)।

১০) ০৬১০৫ নাগেরকোয়েল জংশন-ডিব্রুগড় স্পেশাল (১৪ জুন)।

১১) ১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (১৬ জুন)।

১২) ২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (১৬ জুন)।

১৩) ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (১৭ জুন)।

১৪) ১২৫০৫ কামাখ্যা-আনন্দ বিহার নর্থ-ইস্ট এক্সপ্রেস (১৭ জুন)।

১৫) ১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস (১৭ জুন)।

১৬) ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস (১৭ জুন)।

১৭) ১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস (১৭ জুন)।

১৮) ১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তাববারাম এক্সপ্রেস (১৭ জুন)।

১৯) ২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস (১৭ জুন)।

২০) ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্ত তোর্সা এক্সপ্রেস (১৭ জুন)।

২১) ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল (১৭ জুন)।

২২) ১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল (১৭ জুন)।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare