অগাস্ট মাসে মুক্তি পাচ্ছে কোন কোন বাংলা ছবি?
জুলাই 27, 2022 2 min read
অগাস্ট জুড়ে সিনেমার ছড়াছড়ি। একনজরে দেখে নিন কোন কোন বাংলা ছবি মুক্তি পাচ্ছে।
লক্ষ্মী ছেলে: কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত Lakkhi Chele মুক্তি পাবে আগামী ২৫ অগাস্ট। সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন তুলবে এই ছবি। মুখ্যভূমিকায় রয়েছেন কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায় (Ujan Ganguly)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) উইন্ডোজ প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবি।
বিসমিল্লা: ইন্দ্রদীপ দাশগুপ্তের তৃতীয় ছবি ‘বিসমিল্লা’ মুক্তি পাচ্ছে ১৯ অগাস্ট। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakraborty)। এই প্রথম ঋদ্ধি-শুভশ্রীর জুটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh) ও অন্যান্যরা।
ব্যোমকেশ হত্যামঞ্চ: অরিন্দম শীল-এর (Arindam Sil) হাত ধরে পর্দায় ফিরছে ব্যোমকেশ। মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee), সোহিনী সরকার (Sohini Sarkar), পাওলি দাম (Paoli Dam)। ছবির মুক্তি আগামী ১১ অগাস্ট।
ভটভটি: সমুদ্রের নিচের রূপকথার জগতের মৎস্যকন্যার গল্প নিয়ে আসছেন তথাগত মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও ঋষভ বসু (Rishav Basu)। এছাড়াও আছেন রজতাভ দত্ত, দেবলীনা দত্ত, মমতাশঙ্কর ও অন্যান্যরা। বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে ১১ অগাস্ট।
ধর্মযুদ্ধ: ধর্ম আর রাজনীতির প্রেক্ষাপট নিয়ে তৈরি এই ছবি। করোনা পরিস্থিতিতে একাধিকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ধর্মযুদ্ধ (Dharma Juddha)। মুখ্যভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maullick) এছাড়াও আছেন পার্নো মিত্র (Parno Mitra), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-রা।