দেশ বিভাগে ফিরে যান

এ ফর ‘অ্যাপেল’ নয় ‘অর্জুন’

নভেম্বর 2, 2022 | < 1 min read

ছোটবেলা থেকে ইংরেজি অক্ষর চিনতে শেখার প্রথম ধাপ ‘এ ফর অ্যাপেল’, ‘বি ফর বল’ এবার বদলে গেলো উত্তরপ্রদেশে।

যোগী রাজ্যের লখনউয়ের আমিনাবাদ ইন্টার কলেজ স্কুলে ছোটদের বইতে এ ফর অ্যাপেলের বদলে বসানো হয়েছে ‘অর্জুন’। বি চিনবে বলরাম কে দিয়ে। আর সি-তে বিড়ালের পরিবর্তে রাখা হয়েছে চাণক্যের নাম।

স্কুলের ওই পাঠ্যবইতে ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরই এভাবে পুরাণ কিংবা ভারতের ঐতিহাসিক কোনও চরিত্রের নামে চিহ্নিত করা হয়েছে।
ডি-তে রয়েছেন ধ্রুব, ই-তে একলব্য, আই-তে ইন্দ্র এবং এইচ চিনিয়েছে হনুমানকে।

এভাবেই পুরো বইটির ভোলবদল করা হয়েছে। কলেজের এক অধ্যক্ষের মতে ‘ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা খুব কম। তাই ছোট থেকেই শিশুমনে দেশের ইতিহাস এবং পুরাণ সম্পর্কে সচেতনতা বিস্তার করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।

পুরাণ ও ইতিহাসের চরিত্রগুলির আমের পাশাপাশি তাদের সম্পর্কে বর্ণনাও রয়েছে ছোটদের বইতে। ইংরেজির পাশাপাশি হিন্দি অক্ষরের ক্ষেত্রেও এই একই পথ অবলম্বন করা হবে। তবে এই ঘটনায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে যোগী রাজ্যে। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার কি ভবিষ্যৎ সেই নিয়েও শঙ্কিত শিক্ষাবিদরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare