পুজো দেখতে বাংলায় এসেছেন বিদেশি প্রতিনিধিরা
কেউ শুরুই করতে পারেননি আলোর কাজ, কারও আবার এখনও তৈরি হয়নি থিম সঙ্গীত। বহু জায়গাতেই প্লাস্টিক, ত্রিপল ঢেকে চলছে মণ্ডপ বাঁধার কাজ! অথচ, আজ থেকেই ইউনেস্কোর প্রতিনিধিদের কলকাতার মণ্ডপ ঘুরে দেখার কথা।
কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, ইউনেস্কোর গন্তব্যের তালিকায় থাকা পুজো কমিটিগুলির কাজ এখনও শেষ হয়নি।
২০২১ সালে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তালিকায় দুর্গাপুজো স্থান পাওয়ার পর থেকেই বিদেশি প্রতিনিধিরা কলকাতায় পুজোর আবহ প্রত্যক্ষ করতে আসেন। সেই মতো আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী রবিবার পর্যন্ত কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখবেন তাঁরা।