আইআইটিতে নজিরবিহীন ভাবে চাকরির আকাল
মে 24, 2024 < 1 min read
ধীরজ সিং নামে আইআইটি কানপুরের এক প্রাক্তন ছাত্র, তথ্য জানার অধিকার আইনের অধীনে আইআইটিগুলির ছাত্রছাত্রীদের চাকরির পরিস্থিতিত সম্পর্কে তথ্য জানতে চেয়ে আবেদন করেছিলেন।
জানা গিয়েছে, এই বছর দেশের ২৩টি আইআইটির প্রায় ৩৮ শতাংশ শিক্ষার্থীই এখনও পর্যন্ত কোনও চাকরি পায়নি। সংখ্যায় তা হল সাত হাজার। বছর দুই আগে সংখ্যাটা ছিল অর্ধেকেরও কম। ওয়াকিবহাল মহল বলছে, করোনার সময়ও চাকরির অফারের এমন আকাল দেখা যায়নি।
এই অবস্থায় দিল্লি, মুম্বইয়ের মতো বেশ কয়েকটি আইআইটি প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করছে। তারা যদি কোনওভাবে, বর্তমানে পাশ করা শিক্ষার্থীদের, চাকরির ব্যবস্থা করে দিতে পারে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...