দেশ বিভাগে ফিরে যান

১৩ টি বিমানবন্দরকে বেসরকারিকরণ করবে কেন্দ্র

অক্টোবর 31, 2021 | < 1 min read

সরকারি সংস্থা থেকে ব্যাঙ্ক, বন্দর থেকে বিমা, প্রতিরক্ষা সবকিছু নিয়ে বেসরকারিকরণের উৎসবে মেতেছে কেন্দ্রের বিজেপি সরকার।

এবার এই তালিকায় সংযোজিত হল ২৫টি বিমানবন্দর।

আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশের ১৩টি ছোট এবং বড় এয়ারপোর্ট এর দায়িত্ব তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। টার্গেট ৪ হাজার কোটি টাকা। ‌

আর ২০২৪ সালের আগে আরও ১২টি বিমানবন্দরকে বেসরকারিকরণ করা হবে।

আপাতত প্রথম পদক্ষেপ হিসেবে ছ’টি বড় বিমাবন্দরের পরিচালনার অধীনে নিয়ে আসা হবে সাতটি ছোট এয়ারপোর্টকে। বড় বিমানবন্দরগুলি হল, বারাণসী, অমৃতসর, ভুবনেশ্বর, রায়পুর, ইন্দোর ও ত্রিচি। এগুলির পরিচালন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে কুশীনগর, গয়া, কাংড়া, তিরুপতি, আওরঙ্গাবাদ, জব্বলপুর এবং হুবলিকে।

এর আগে ২০১৯ সালে আমেদাবাদ, জয়পুর, লখনউ, তিরুবনন্তপুরম, ম্যাঙ্গালুরু ও গুয়াহাটি এয়ারপোর্ট বেসরকারি সংস্থা আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে।

উৎসবের মরশুম শেষ হলেই মোদী সরকার ঝাঁপিয়ে পড়বে বেসরকারিকরণের উদ্দেশ্যে।

আগামী মার্চ মাসের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা রাজকোষে নিশ্চিত করাই তাদের আসল লক্ষ্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare