দেশ বিভাগে ফিরে যান

রেলের ৯৪টি স্কুল বন্ধ করে দিচ্ছে কেন্দ্র

নভেম্বর 8, 2021 | < 1 min read

দেশজুড়ে রেলের অধীনে থাকা ৯৪টি স্কুল বন্ধ করতে এবার তৎপর হল কেন্দ্রীয় সরকার।

প্রতি মাসেই রেলের স্কুল বন্ধ বা সংযুক্তিকরণ নিয়ে একের পর এক ‘ফরমান’ জারি করছে রেলওয়ে বোর্ড।

এমনভাবেই নির্দেশিকা দিয়ে রিপোর্ট তলব করা হচ্ছে যাতে স্থানীয় রেল কর্তৃপক্ষ স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

রেলওয়ে বোর্ডের প্রিন্সিপাল এগজিকিউটিভ ডিরেক্টর রেলের সব জেনারেল ম্যানেজারদের ২৫ অক্টোবর নির্দেশিকা পাঠিয়েছেন। তাতে উল্লেখ রয়েছে, কবে স্কুল বন্ধ করতে চাইছেন তার তারিখ জানানোর জন্য।

যারা স্কুল চালু রাখার কথা জানাবেন তাদের বিস্তারিত কারণ দর্শাতে হবে।

এমনকি আর কোনও নিয়োগ বা স্কুলের কর্মীর প্রমোশনও হবে না।

রেলের এক শীর্ষ আধিকারিক বলেন, অর্থমন্ত্রক থেকেই রেলমন্ত্রককে এই প্রস্তাব দেওয়া হয়েছে। রেল কোনওমতেই আর স্কুল চালানোর দায়িত্ব নেবে না।

শিক্ষাবর্ষের মাঝে স্কুল বন্ধের এই চূড়ান্ত তৎপরতায় বিপাকে পড়তে পারে দেশের হাজার হাজার পড়ুয়া।

শিক্ষক, শিক্ষিকাদের ভবিষ্যৎ নিয়েও কোন স্পষ্ট নির্দেশিকা নেই। এই অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare