দেশ বিভাগে ফিরে যান

স্বাস্থ্যে বরাদ্দ বেড়েছে মাত্র ২০০ কোটি

ফেব্রুয়ারি 2, 2022 | < 1 min read

করোনার প্রসঙ্গ তুলে বাজেট বক্তৃতা শুরু করলেও, স্বাস্থ্য ক্ষেত্রে নতুন প্রকল্প হিসাবে শুধু কোভিডের কারণে মানসিক অবসাদে ভোগা মানুষদের টেলিফোনে কাউন্সেলিং চালুর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গোটা বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রের অন্য কোনও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছুঁয়েও দেখেননি নির্মলা সীতারামান।


বাজেট নথি বলছে, গত আর্থিক বছরে স্বাস্থ্য মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছিল ৮২,৯২০.৬৫ কোটি টাকা। এবছর সেই বরাদ্দ ৮০ কোটি বেড়ে হয়েছে ৮৩,০০০ কোটি টাকা।
স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ গবেষণা দফতরের জন্য গতবার বরাদ্দ হয়েছিল ৩০৮০ কোটি টাকা।


এবছর বরাদ্দ বৃদ্ধির পরে তা হয়েছে ৩২০০.৬৫ কোটি। অর্থাৎ, সব মিলিয়ে গত বারের চেয়ে বৃদ্ধির পরিমাণ মাত্র ২০০ কোটি টাকা। অতিমারির তৃতীয় ঢেউয়ের আবহে স্বাস্থ্য খাতে বড়সড় বরাদ্দের আশা করেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। অথচ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ না করে সড়ক ও বন্দরের জন্য বররাদ্দ করে এখন ডিজিটাল ইন্ডিয়া তৈরির স্বপ্নে মশগুল প্রধানমন্ত্রী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare