রাষ্ট্রপুঞ্জের সেরা শিরোপার দৌড়ে কালিম্পংয়ের আট গ্রাম
প্রতি বছর রাষ্ট্রপুঞ্জের বিশ্ব পর্যটন সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে একাধিক ‘সেরা পর্যটন গ্রামে’র শিরোপা দেয়। এই দৌড়ে এ বার শামিল হয়েছে কালিম্পং জেলার পাহাড়ি গ্রামও। অংশগ্রহণকারী গ্রামের পর্যটনের বিকাশ, আর্থিক পরিস্থিতি, উন্নয়ন, পরিবহণ ব্যবস্থা, পরিকাঠামো, লিঙ্গ বৈষম্য, মহিলাদের উত্তরণ, কর্মসংস্থান, ডিজ়িটালাইজ়েশনের উন্নতির মতো নানা বিষয় দেখার পর বাছাই করা হয় গ্রামটিকে।
গত ফেব্রুয়ারিতে তালিকায় স্থান পাওয়া গ্রামের নামগুলি সৌদি আরবে বিশ্ব পর্যটন সংস্থার এক অনুষ্ঠানে ঘোষিত হয়েছে। সরকারি ভাবে কালিম্পং প্রশাসন আটটি পাহাড়ি গ্রামকে ‘মডেল ভিলেজ’ হিসাবে বাছাই করেছে। স্বীকৃতি মিললে বিশ্ব জুড়ে প্রচার, সঙ্গে রাষ্ট্রপুঞ্জের আর্থিক সাহায্যে মিলবে গ্রামীণ পর্যটনের উন্নয়নে। কালিম্পং জেলায় আপাতত ১ নম্বর ব্লকে পানবুডারা ও চুইখিম, পেডং ব্লকে রিশপ ও মুলখাগড়া, লাভা ব্লকে নোকডারা ও ইচ্ছেগাঁও, গরুবাথান ব্লকে সুন্দরবস্তি ও পারেনটারকে বাছাই করা হয়েছে ‘মডেল ভিলেজ’ হিসাবে।