আবারও বিকল হল টুইটার!
সমস্যা লগ ইনে, মাস্কের কর্মী ছাঁটাই ঘোষণার পরেই এই বিপত্তি।
বহু ইউজার অভিযোগ জানিয়েছেন যে তারা টুইটার ব্যবহার করতে পারছেন না।
অনেকে বলছেন, টুইটারে ফিডে আসছে না নতুন কিছু পোস্ট।
ওয়েব ও অ্যাপ দুটোতেই এই সমস্যা হচ্ছে। টুইটারের ওয়েব ভার্সানটি খুললেই দেখা যাচ্ছে “Something went wrong, but don’t fret — let’s give it another shot”- এই লেখাটি।
কী কারণে টুইটারে এই বিপত্তি তা এখনও জানা যায়নি।
আবার আজ থেকেই প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে বলে খবর।
ট্যুইটারের দায়িত্ব পাওয়া মাত্র একের পর এক নিয়ম বদল করছেন এলন মাস্ক।