বাংলা বিভাগে ফিরে যান

নারীশক্তিতে ভরসা, প্রার্থী তালিকায় ১২জন মহিলা

মার্চ 10, 2024 | < 1 min read

আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে কলকাতার রাস্তায় মিছিলে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই বলেছিলেন ‘মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’। ব্রিগেড সভামঞ্চ থেকে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করে তাই প্রমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ১২জন মহিলা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ বার মোট প্রার্থীর ২৯ শতাংশ মহিলা। সুযোগ দেওয়া হয়েছে নতুনদের। এ বছর তৃণমূলের তালিকায় মহিলা প্রার্থীরা হলেন— বারাসত থেকে কাকলি ঘোষ দস্তিদার, বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার, বীরভূম থেকে শতাব্দী রায়, বিষ্ণুপুর থেকে সুজাতা মণ্ডল, আরামবাগ থেকে মিতালি বাগ, হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, যাদবপুর থেকে সায়নী ঘোষ, জয়নগর থেকে প্রতিমা মণ্ডল, কলকাতা দক্ষিণে মালা রায়, কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র, মেদিনীপুর থেকে জুন মালিয়া এবং উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare