NEWSZNOW বাংলা

March 17, 2025, Monday 09:05:02

বাংলা ENGLISH

অর্থনীতি বিভাগে ফিরে যান

ভারতের কীর্তি ফাঁস করেছি, এ বার শুল্ক কমবে : ট্রাম্প

মার্চ 9, 2025 2 min read

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারতের শুল্কনীতি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি দাবি করেছেন, ভারতের দীর্ঘদিনের শুল্কসংক্রান্ত ‘কীর্তি’ ফাঁস করেছেন এবং নয়াদিল্লি এবার শুল্ক কমাতে বাধ্য হবে। ট্রাম্পের এই মন্তব্য বিশ্ববাণিজ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এক ভাষণে ট্রাম্প বলেন, “ভারত আমাদের ওপর প্রচুর শুল্ক আরোপ করে। ভারতে কিছু বিক্রি করা প্রায় অসম্ভব। তবে এবার তারা শুল্ক কমাতে রাজি হয়েছে, কারণ অবশেষে কেউ তাদের পর্দা ফাঁস করছে।” শুধু ভারতই নয়, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো এবং কানাডার মতো দেশগুলোকেও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য দায়ী করেন তিনি।

ট্রাম্প বলেন, ভারতে অনেক পণ্যের ওপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক ধার্য করা হয়, কিছু ক্ষেত্রে যা ২০০ শতাংশ পর্যন্ত পৌঁছায়। এই নীতিকে তিনি ‘অন্যায়’ বলে অভিহিত করেন এবং ঘোষণা দেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বেশি শুল্ক নেয়, তাদের ওপরও পাল্টা শুল্ক চাপানো হবে। এই ‘পারস্পরিক শুল্ক’ নীতি আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এর ফলে ভারতের পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক বসাতে পারে আমেরিকা।মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে বসেও ভারতের শুল্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, ‘‘ভারত যে পরিমাণ শুল্ক নেয়, তা খুব অন্যায়। আমি ওদের দোষ দিচ্ছি না। কিন্তু এ ভাবে বাণিজ্য করা কঠিন। ওদের শুল্কের জন্য ভারতে কিছু বিক্রি করা কঠিন।’’ পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ভারত এবং আমেরিকার মধ্যে মোট ১২ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ কোটি টাকা) বাণিজ্য হয়েছে। তার মধ্যে ভারতে ৪,১০০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে আমেরিকা। ২০২৩ সালের তুলনায় বাণিজ্য ঘাটতির পরিমাণ ৪,৫০০ কোটি ডলার (৩ লক্ষ ৯৮ হাজার কোটি টাকা)।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

৩৫০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে সাউথ সিটি মল

FacebookWhatsAppEmailShare

এবার ATM দিয়ে প্রভিডেন্ট ফান্ডের থেকে টাকা তোলা যাবে

FacebookWhatsAppEmailShare

শিল্পের কাজে দেরি নয়, শিল্প বৈঠক থেকে কড়া বার্তা মমতার

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...