বিনোদন বিভাগে ফিরে যান

টিআরপিতে রদবদল, দেখে নিন প্রথমস্থানে কে?

এপ্রিল 22, 2022 | 2 min read

মিষ্টিমুখেই মাস শুরু হয়েছিল মিঠাই ভক্তদের। অনেকদিন পর টিআরপি তালিকায় শীর্ষস্থানে ফিরেছিল মোদক পরিবার। তবে দু-সপ্তাহ যেতে না যেতেই ফের ছন্দপতন। এক নম্বর থেকে তিনে নেমে গিয়েছে মিঠাই। বেঙ্গল টপারের তকমাই হারাতে হল না, স্লট লিডারের মুকুটও ছিনিয়ে নিল ‘গাঁটছড়া’।

এই সপ্তাহে ৭.৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ‘গাঁটছড়া’। অন্যদিকে মাত্র ০.২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্টার জলসারই অপর ধারাবাহিক ‘ধুলোকণা’। ৭.২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিঠাই, একই নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় আলতা ফড়িং।

চতুর্থ,পঞ্চম স্থান দুটিতেও এইবার জোড়া বিজয়ী। দীপা-সূর্যর দাম্পত্য জীবনের গল্পে মোহিত হয়ে রয়েছেন দর্শক, এর সুবাদে ৭.১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে ‘গৌরী এলো’ ধারাবাহিকও একই সঙ্গে আসনটি ভাগ করে নিয়েছে। যৌথভাবে পঞ্চম হয়েছে জি বাংলার দুটি মেগা, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এবং ‘উমা’। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬.৪।

এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা-
গাঁটছড়া – ৭.৭ (প্রথম)
ধুলোকণা- ৭.৫ (দ্বিতীয়)
মিঠাই- ৭.২ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.২ (তৃতীয়)
অনুরাগের ছোঁয়া- ৭.১ (চতুর্থ)
গৌরী এলো- ৭.১ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (পঞ্চম)
উমা- ৬.৪ (পঞ্চম)
পিলু- ৬.১ (ষষ্ঠ)
আয় তবে সহচরী -৬.০ (সপ্তম)
মন ফাগুন- ৫.৯ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয় -৫.২ (নবম)
খুকুমণি হোম ডেলিভারি -৪.৮ (দশম)

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare