খবর বিভাগে ফিরে যান

বাজেট অধিবেশনের আগে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে না তৃণমূল

জুলাই 17, 2024 | < 1 min read

২২ জুলাই শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। ঠিক তার আগেরদিন, রবিবার (২১ জুলাই) হবে সর্বদলীয় বৈঠক।

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে, ইন্ডিয়া জোটের দলগুলি এই বৈঠকে তাদের দাবির তালিকা রাখবে বলে, আশা করা হচ্ছে। তবে, এই সর্বদলীয় বৈঠকে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস। এই কথা জানিয়ে কিরেণ রিজিজুকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। লোকসভার জয় উদযাপন যেহেতু একুশে জুলাই মঞ্চ থেকেই হওয়ার কথা, তাই দলের সাংসদদের একুশের মঞ্চে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সব সাংসদই ওই দিন একুশের মঞ্চে থাকবেন বলে সূত্রের খবর।

চিঠিতে ডেরেক ও’ব্রায়েন বলেছেন, তিনি এবং তৃণমূলের সমস্ত সাংসদরা শহিদ স্মরণ উপলক্ষে পশ্চিমবঙ্গে থাকবেন। তাই কোনও সাংসদীয় বৈঠকে তাঁরা যোগ দিতে পারবেন না। তিনি আরও জানান, গত ৩০ বছর ধরেই বাংলায় ২১ জুলাই তারিখটি শহিদ দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৩ সালে, সিপিআইএম-এর নেতৃত্বাধীন বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন পুলিশের গুলিতে নিহত ১৩ জন কংগ্রেস কর্মীকে সম্মান জানাতে এই দিবস পালন করা হয়। সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যুব কংগ্রেসের সভাপতি পদে ছিলেন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে, তৃণমূল কংগ্রেস গঠন করার পরও, প্রতি বছর তিনি এই দিনে একটি বড় সমাবেশ করেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare