দেশ বিভাগে ফিরে যান

সংসদে স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পাবে তৃণমূল

সেপ্টেম্বর 26, 2024 | < 1 min read

সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে খুব শীঘ্রই সরকার পক্ষের তরফে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতাদের সঙ্গে আলোচনা করা হবে। যদিও সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, সংসদ বিষয়ক মন্ত্রকের অফিস ও লোকসভার অধ্যক্ষের অফিসের মধ্যে সমন্বয়ের অভাবের জন্য সংসদে স্থায়ী কমিটির বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৃহস্পতিবার সকালে সংসদ বিষয়ক মন্ত্রীর কথা হয়েছে। সূত্রের খবর, লোকসভায় রসায়ন ও সার বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান হতে পারেন কীর্তি আজাদ। রাজ্যসভায় বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হতে পারেন তৃণমূলের রাজ্যসভার কোনও এক বর্ষিয়ান সাংসদ।দু-একদিনের মধ্যেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সচিবালয়ের পক্ষ থেকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবিষয়ে আলোচনার জন্য যোগাযোগ করা হতে পারে। অতীতে একাধিকবার দেখা গিয়েছে, সংখ্যা বলে সংসদের স্থায়ী কমিটিগুলিতে ব্রাত্য রাখা হচ্ছে বিরোধীদের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare