বাংলা বিভাগে ফিরে যান

সিএএ-এনআরসি আতঙ্কে আত্মঘাতী যুবক, মোদীকে নিশানা তৃণমূলের

মার্চ 21, 2024 | < 1 min read

সিএএ-এনআরসির আতঙ্কে আত্মঘাতী হলো এক যুবক। নেতাজীনগরের বাসিন্দা দেবাশিস সেনগুপ্ত বুধবার তাঁর মামারবাড়িতে গলায় দড়ি দিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি তিনি বেশ কিছুদিন ধরেই সিএএ-এনআরসি নিয়ে চিন্তায় ছিলেন। মাঝেমধ্যেই তিনি প্যানিক অ্যাটাকে ভুগছিলেন বলে জানা গিয়েছে।ওই যুবকের মাসি জানিয়েছেন, সিএএ যবে থেকে হয়েছে ও বলত মাসি যদি আমায় পাঠিয়ে দেয় বাংলাদেশে।

আমার বার্থ সার্টিফিকেট নেই। আমার বাবা যে বাংলাদেশ থেকে এসেছিল আবার যদি সেখানে পাঠিয়ে দেয়।সিএএ-এনআরসির আতঙ্কে আত্মহত্যার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, ‘মোদি সরকারের বিপর্যয়কারী সিদ্ধান্তের ফল।’ মৃতের পরিবার জানাচ্ছে, ‘নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে ভুগছিলেন দেবাশিস। তার জেরেই আত্মহত্যা।’ দেবাশিসের পরিবারের সঙ্গে দেখা করতে যাবে তৃণমূলের ৫ সদস্যের কমিটি। সুভাষগ্রামের নেতাজিনগরে যাচ্ছেন কুণাল ঘোষ, শশী পাঁজা, সায়নী ঘোষ, অরূপ চক্রবর্তী ও নাদিমুল হক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বড়দিনেই আবাসের টাকা ঢুকবে অ্যাকাউন্টে
FacebookWhatsAppEmailShare
শিশু দিবসে পন্ডিত নেহরুকে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল, বিজেপি, কংগ্রেসের
FacebookWhatsAppEmailShare
হাজিরা খাতা তুলে দেওয়া হল, রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের
FacebookWhatsAppEmailShare