বাংলা বিভাগে ফিরে যান

মোদীর ছবিতে সিঙ্গাপুরের মেট্রোর ছবি, তথ্য ফাঁস করে “ভারতীয় জুমলা পার্টি” বলে কটাক্ষ তৃণমূলের

মে 19, 2024 | < 1 min read

২০২১ সালে যোগী আদিত্যনাথের সরকার কলকাতার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল এবং সেই ছবিকে উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক তুলে ধরেছিল।গত ১২ মে বঙ্গ–বিজেপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়।

তাতে দাবি করা হয়, গত ১০ বছরে নরেন্দ্র মোদী ২০টিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা চালু করেছেন। সেখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি। তৃণমূলের অভিযোগ, মোদীর প্রচারে মেট্রো সংক্রান্ত উন্নত পরিষেবার ক্ষেত্রে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ভারতীয় মেট্রোর নয়।

দলের রাজ্য নেত্রী তথা মন্ত্রী শশী পাঁজা বলেন, “প্রচারে মোদী বলছে, ২০ টি শহরে নাকি মেট্রো সম্প্রসারণ হয়েছে। এজন্য মোদীর ছবির সঙ্গে যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেখানে ভারতীয় মেট্রোর ছবি নেই, আছে সিঙ্গাপুর মেট্রোর ছবি। তার মানে এটাও মিথ্যে!” ভারতীয় জনতা পার্টিকেভারতীয় জুমলা পার্টি” বলে কটাক্ষ করেন শশী পাঁজা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ধেনুয়া গ্রামে এক দিনেই শেষ দুর্গাপুজো! বোধনের দিনেই বিসর্জন
FacebookWhatsAppEmailShare
রানাঘাটের এই পুজোতে নবমীতে হয় কাদা খেলা
FacebookWhatsAppEmailShare
নবমীতে অসুরদের উদ্দেশে ‘মাসভক্তবলি’ পুজো অর্পণ করা হয় সাবর্ণ রায়চৌধুরীদের পুজোয়
FacebookWhatsAppEmailShare