অপরাজিতা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের দাবিতে ফের পথে নামলো তৃণমূল মহিলা কংগ্রেস
জানুয়ারি 6, 2025 < 1 min read
ধর্ষণ রুখতে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে অনুমোদন দিয়ে দ্রুত তা আইনে পরিণত করুক কেন্দ্র, এই দাবিতে শনিবার রাজ্য জুড়ে মিছিল করল মহিলা তৃণমূল। সংগঠনের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মিছিলে শামিল হয়ে বলেছেন, “নারী-সুরক্ষায় অত্যন্ত সময়োপযোগী এই বিল অবিলম্বে কার্যকর হওয়া জরুরি।” কলকাতায় রামলীলা ময়দান থেকেও সংগঠনের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে মিছিল হয়েছে।
মন্ত্রী শশী পাঁজা বলেন, “এটি যুগান্তকারী বিল। এটা যখন আইন হবে, সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যও করবে। যেখানে সংহিতার আইনে যে ফাঁকফোকর রয়ে গিয়েছে, সেটা এখানে নিশ্চয়ই পূরণ করবে। নারীর কথা বলবেন। কিন্তু নারীর সম্মানের জন্য এই আইন করতে দিচ্ছে না বিজেপি। সে কারণে এই প্রতিবাদ। পার পাবে না বিজেপি।”এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সামনে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর কাজ করছেন। সারা দেশের মধ্যে নজির তৈরি করেছেন তিনি। অপরাজিতা বিলে নারী নিগ্রহের ক্ষেত্রে কড়া শাস্তির কথাও বলা হয়েছে। এই বিলে সর্বোচ্চ শাস্তি ফাঁসির উল্লেখও রয়েছে।
6 days ago
6 days ago
6 days ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -6 days ago
6 days ago