বাংলা বিভাগে ফিরে যান

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে যোগ তৃণমূলের

নভেম্বর 12, 2024 | 2 min read

বাংলায় নির্বাচন মানে হিংসা ও অশান্তি। দীর্ঘ কয়েক বছর ধরে, মূলত তৃণমূল জামানায় পুর ভোট কিংবা পঞ্চায়েত ভোট, নির্বিঘ্নে ভোট এক প্রকার ভুলেই গেছে বাংলা। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনায় বসছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটি। আজ ১১ নভেম্বর সংসদে কমিটির ওই বৈঠক হবে বলে সূত্রের খবর। যে কমিটিতে শাসক এবং বিরোধী মিলিয়ে মোট ৩১ জন সাংসদ রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটিতে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা প্রাধান্য পেতে পারে বলে জল্পনা।

বিজেপির রাজ্যসভার সাংসদ রাধামোহন দাস আগরওয়াল এই কমিটির চেয়ারম্যান। বাকি ৩০ জন সাংসদের মধ্যে ১৩ জন বিজেপি বা এনডিএ জোটের শরিক দলগুলির। কমিটির সদস্য হিসেবে তৃণমূলের তরফে রয়েছেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এ রাজ্য থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ওই কমিটিতে রয়েছেন।স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, যে ১০টি বিষয় নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হওয়ার কথা, তার মধ্যে ৯ নম্বরে রয়েছে ভোট পরবর্তী হিংসার বিষয়টি।

এই বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। বিরোধীরা জানিয়ে দিয়েছে গোটা দেশের সব রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে পর্যালোচনা করা হলে তাদের কোনও আপত্তি নেই, জানাচ্ছেন কমিটির সদস্য বিরোধী সাংসদরা৷ কিন্ত্ত যদি দেখা যায়, ভোট পরবর্তী হিংসা পর্যালোচনা করতে গিয়ে শুধু মাত্র পশ্চিমবঙ্গের মত রাজ্যকেই চেপে ধরার চেষ্টা হচ্ছে, তাহলে তাঁরা চুপ করে থাকবেন না, সাফ জানাচ্ছেন বিরোধী শিবিরের সদস্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা৷

এই প্রসঙ্গেই তাঁদের দাবি, বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা নামমাত্র, হাতে গোণা৷ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা অনেক বেশি হলেও সেই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে থাকেন বিজেপি নেতা, কর্মী সাংসদ এবং কেন্দ্রীয় আধিকারিকরা৷ সবার আগে এই রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হোক৷

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভাটপাড়ায় বিজেপির গুলিতে খুন তৃণমূল নেতা
FacebookWhatsAppEmailShare
কর্মসংস্থানের জন্য বিশেষ পোর্টাল, পাহাড়ের ছেলেমেয়েদের জন্য একাধিক বড় ঘোষণা মমতার
FacebookWhatsAppEmailShare
বিজেপির মঞ্চেই ‘চুরি’,মহাগুরু মিঠুনের মানিব্যাগ
FacebookWhatsAppEmailShare