বাংলা বিভাগে ফিরে যান

বাংলায় কংগ্রেসকে আসন ছাড়ছে তৃণমূল?

জানুয়ারি 4, 2024 | < 1 min read

At Opposition Meet, Sonia Gandhi, Mamata Banerjee's 'Catch-Up' Session

এখনো চূড়ান্ত হয়নি বিরোধী ইন্ডিয়া জোটের আসন সমঝোতার ফর্মুলা। ৩১শে ডিসেম্বর ডেডলাইন হলেও ১৭৯ দিন অপেক্ষা করার পরেও কোন রাজ্যে কোন দল কাদেরকে কটা করে আসন ছাড়বে আগামী লোকসভা নির্বাচনে, তার কিছুই জানা যায়নি। এর মধ্যে জানা গেলো, বাংলায় কংগ্রেসকে আসন ছাড়তে পারে তৃণমূল।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বাংলায় দুটি আসন জাতীয় কংগ্রেসকে ছাড়তে পারে তারা। সেই দুটি আসন কোনগুলি হবে, তা বোঝা খুব দুঃসাধ্য নয় – অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর এবং আবু হাসেম খান চৌধুরীর দক্ষিণ মালদা।

আসন সমঝোতার এই ফর্মুলা তৃণমূলেরই দেওয়া বলে জানা যাচ্ছে। গতবারের সংসদীয় নির্বাচনের ফলাফল এবং বিধানসভা নির্বাচনের ফলের ওপর ভিত্তি করে ঠিক করা হবে কোন দল এক রাজ্যে বেশি প্রভাবশালী। তারাই শেষ সিদ্ধান্ত নেবে যে ইন্ডিয়া জোটের অন্য দলগুলি সেই রাজ্যে কটি করে আসনে লড়াই করতে পারবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare