রাজনীতি বিভাগে ফিরে যান

রাজ্যসভা ভোটের প্রার্থিতালিকায় তৃণমূলের বড় চমক

ফেব্রুয়ারি 11, 2024 | < 1 min read

আসন্ন রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থিতালিকা ঘোষণা করে দিলো তৃণমূল। তৃণমূলের এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। চারজনের নাম ঘোষণা করা হয়েছে। এই চারজন হলেন সুস্মিতা দেব, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষ। দলের সাংগঠনিক উপযোগিতার কথা মাথায় রেখে তৃণমূল এই বদল করবে বলেই আন্দাজ করা গেছিল।

বিধানসভায় বিধায়ক সংখ্যার নিরিখে পাঁচটি আসনের মধ্যে চারটিই পাওয়ার কথা তৃণমূলের। এ বারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন।শুধুমাত্র নাদিমুল হককেই আবারও স্থান দেওয়া হয়েছে প্রার্থিতালিকায়।

মমতাবালাকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা ঘোষণায় অনেকেই মতুয়া ভোট ঘরে ফেরানোর ইঙ্গিত দেখছেন। সাগরিকা ঘোষ জাতীয় সংবাদমাধ্যমে পরিচিত নাম। এমন একজনকে রাজ্যসভার জন্য মনোনীত করে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, লোকসভা নির্বাচনেও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মতুয়া ভোট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নরেন্দ্র মোদির বাংলা সম্পর্কে বক্তব্য মুছে দেওয়ার দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এবং মহাসচিবকে চিঠি দিল তৃণমূল
FacebookWhatsAppEmailShare
শুক্রে সায়ন্তিকা- রেয়াতের শপথ নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন
FacebookWhatsAppEmailShare
মণিপুর নিয়ে মৌনব্রত ভাঙলেন মোদী
FacebookWhatsAppEmailShare