দিল্লিতে হবে মমতা – গিরিরাজ বৈঠক? সময় চাইলো তৃণমূল
আগামী ২রা অক্টোবর দিল্লিতে ধর্ণা দেবে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে অনুষ্ঠিত হতে চলা এই ধর্ণায় মূল বক্তা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে সময় চাইলো তৃণমূল নেতৃত্ব।
আগামী ৩রা অক্টোবর সময় চাওয়া হয়েছে গিরিরাজের কাছে। লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর একটি বৈঠক করানো। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন দপ্তর থেকে দলের পক্ষ থেকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়নের করা চিঠির কোনো সদুত্তর পেলেন না, তখন তিনি গিরিরাজের কাছে সময় চাইতে যান, যার উত্তরে মন্ত্রী জানান যে নির্বাচনী প্রচারে অক্টোবরের প্রথম সপ্তাহ তিনি ছত্তিশগড়ে থাকবেন। সুদীপের কথা উপযুক্ত জায়গায় জানানোর কথা দেন মন্ত্রী।