দেশ বিভাগে ফিরে যান

আবার দুর্ঘটনা! আলাদা হল উত্তরপ্রদেশে ট্রেনের ১০টি বগি!

আগস্ট 26, 2024 | < 1 min read

বিগত কয়েক মাস ধরে একাধিক ট্রেন দুর্ঘটনার খবর সামনে এসেছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল যাত্রীবাহী ট্রেন। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ।

রবিবার সকালে ফিরোজপুর থেকে ধানবাদগামী কিষাণ এক্সপ্রেসের ১০টি বগি খুলে যায়। কার্যত দু’ভাগে ভাগ হয়ে যায় ট্রেনটি। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে কোনও হতাহত নেই বলেই জানা গিয়েছে রেল সূত্রে।

রাজ্যের অতিরিক্ত পুলিশ সুপার ধরম সিং মার্চাল জানিয়েছেন, ধানবাদগামী ওই ট্রেনের কিছু বগি ইঞ্জিন-সহ বাকি বগিগুলি থেকে আলাদা হয়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা সকলে নিরাপদ আছেন। তেমন বড় কোনও ক্ষতি কারও হয়নি। প্রাথমিক অনুমান, যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare